ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ড. শ্যাম বাবু সুবুধি। ১৯৬২ সাল থেকে তিনি নির্বাচনী ময়দানে। প্রার্থী হয়েছেন বিভিন্ন ধরনের নির্বাচনে। আর সবমিলিয়ে হেরেছেন ৩২ বার। তারপরও থেমে যাননি।
আসন্ন লোকসভা নির্বাচনে আবারও মনোনয়নপত্র দাখিল করেছেন ৮৪ বছর বয়সী শ্যাম বাবু। এবার লড়াই করবেন উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে।
এএনআই এক টুইটে জানায়, ড. শ্যামবাবু ১৯৬২ সাল থেকে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনে লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। শ্যাম বাবু বলেন, \’৩২ বার আমি নির্বাচনে প্রার্থী হয়েছি এবং প্রতিবারই হেরেছি; কিন্তু তারপরও দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রাম আমাকে চালিয়ে যেতে হবে।\’
তার নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট, যাতে লেখা \’প্রাধানমন্ত্রী প্রার্থী\’।
তিনি বলেন, \’হারি জিতি পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।\’
অনেকেই শ্যাম বাবুর সাহসী পদক্ষেপের প্রসংশা করছেন। তিনি একাই ঘরে ঘরে গিয়ে ভোট চান।