sunamgong1

পর্যটকদের জন্য খুলেছে টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্র

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে। রোববার (২৩ জুন) বিকেলে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা পার‌ভিন।

জানা যায়, গত ১৬ জুন থেকে সুনামগঞ্জের সব নদ-নদীর পানি বাড়তে শুরু করে। ১৭ জুন ওই সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় এবং সুনামগঞ্জের সাত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পরে ১৮ জুন টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। শনিবার থেকে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় রোববার জেলার সব পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়া হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরি বলেন, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জেলার সব পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়েছে।

Scroll to Top