অবশেষে ঢাকায় ফ্লাইট কার্যক্রম শুরু করেছে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ভিস্তারা টাটা সিয়া এয়ারলাইন্স। এয়ারলাইন্সটি সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার ঢাকা-দিল্লি রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা আড়াইটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিস্তারার ঢাকা-দিল্লি ফ্লাইট উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সদস্য (অপারেশন্স) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ভিস্তারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড টুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএস তৌহিদ উল আহসান।