অষ্টম শ্রেণির ছাত্রী দর্শিনী। খুব ছোটবেলা থেকেই বিজ্ঞানের খুঁটিনাটি নিয়ে ব্যাপক আগ্রহ তার। এ নিয়ে স্কুলের শিক্ষকরা তাকে বরাবরই উৎসাহ দিয়ে আসতেন।
সম্প্রতি সে একটি কয়েন ভেন্ডিং মেশিন আবিষ্কার করেছে। আর এ জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠিয়েছে গুগল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর তিরুপুর অঞ্চলের একটি সরকারি স্কুলের ছাত্রী দর্শিনী। তার আবিষ্কৃত মেশিন থেকে কয়েন বেরিয়ে আসে। কিছুদিন আগে যোগদান করেছিল গুগলের বিজ্ঞান ও কারিগরিবিষয়ক পরীক্ষায়। দর্শিনীর শিক্ষক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ক্রমাগত উৎসাহ দিতে থাকেন।
ওই শিক্ষকের সাহায্যেই সে তার আবিষ্কারের বিবরণ পাঠায় গুগলের কাছে। ছোট্ট দর্শিনীর কাজ এবার গুগলের কাছ থেকে স্বীকৃতি পেল। তাকে একটি সার্টিফিকেট দিয়েছে গুগল। শুধু তা-ই নয়, সেই সঙ্গে আলাদা করে ধন্যবাদও জানিয়েছে তাকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা