স্মার্টফোনের ক্যামেরা এখন অনেকটা ডিএসএলআর ক্যামেরাকেও হার মানায়। এজন্য আপনাকে কিছু কৌশল জানতে হবে। মানতে হবে কিছু নিয়ম। জেনে নিন স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফির কৌশল।
মনে রাখুন কম আলোয় খুব ভাল ছবি তোলার ক্ষমতা মোবাইলের ক্যামেরার নেই। তাই আলো যাতে পর্যাপ্ত পাওয়া যায়, সেটা খেয়াল রাখুন। আলোর বিপরীত দিকে রাখুন সাবজেক্টকে।
মোবাইলের লেন্স পরিষ্কার রাখাটা খুব দরকার। অন্যথায় ছবির মান ভাল হবে না। তাই মাঝে মাঝেই লেন্স পরিষ্কার করাটা একান্তই দরকার।
হয়তো সাবজেক্টের থেকে আপনি বেশ দূরে রয়েছেন। তখন বাধ্য হয়ে জুম করে ছবি তুলতে গেলেন। কিন্তু জুম করে তুললে ছবিটা কি আদৌ ভাল হয়? জুম করলেই তো ছবি ফেটে যায়। কাজেই ওই ভাবে ছবি না তোলাই ভাল।
যদি সুযোগ থাকে, কেবল একই কোণ থেকে ছবি না তুলে বিভিন্ন কোণ থেকে তুলুন। তার পর সেখান থেকে সবচেয়ে ভাল ছবিটি বেছে নিন।
ছবি তোলার সময়ে তাড়াহুড়ো করবেন না। চেষ্টা করবেন ফ্রেমটা একটু ভাল করে খতিয়ে দেখে নিতে। একবার ভাল করে দেখে নিয়ে তবেই ছবি তুলুন।
ছবি তোলার সময়ে হাত যেন কেঁপে না যায়। তা হলেই ছবির সাড়ে সর্বনাশ। চেষ্টা করুন ফোনটা শক্ত হাতে ধরতে।
আজকাল অনেক ভাল ভাল অ্যাপ পাওয়া যায়। একটু দেখেশুনে ভাল একটা অ্যাপ ডাউনলোড করে নিন। তার পর এডিট করে নিন। ব্যাস। এ বার আপলোড করে দিন। তার পর অপেক্ষা। লাইক আর কমেন্টের জন্য।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ