মটোরোলার নতুন স্মার্টফোন ‘মটো এক্স৪’

সামাজিক মাধ্যমে ‘এক্সপিরিয়েন্স’ ট্যাগ লাইনের মাধ্যমে নতুন স্মার্টফোন নিয়ে আসছে টেলিকম জায়ান্ট মটোরোলা। ‘মটো এক্স৪’ নামের এই ফোনটি শীঘ্রই বাজারে পাওয়া যাবে।

দারুণ ক্যামেরা সুবিধা ও স্মার্টওয়াচের সঙ্গে ব্যবহারের সুবিধাসহ এই ফোনটি শীঘ্রই বাজারে আসবে বলে মনে হলেও এখনও নির্দিষ্ট তারিখ দেয়নি মটোরোলা ইন্ডিয়া।

কালো ও স্টারলিং ব্লু রঙের দুটি মডেলে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকছে। ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫এমএম অডিও জ্যাক সুবিধা থাকবে এই মডেলে। তবে অ্যান্ডয়েড নোগ্যাট ৭.১ অপারেটিংয়ের এই ফোনে একটি মাত্র ন্যানো সীম ব্যবহারের সুবিধা অনেক গ্রাহককে হতাশ করতে পারে। এছাড়া ৩০০০ মিলিঅ্যাম্পেয়ারের ব্যাটারি, গরিলা গ্লাস, ২.২ গিগাহার্টস কোয়ালকাম প্রোসেসর ও ৩জিবি র‍্যাম।

এইফোনে গুগল ও অ্যালেক্সা এসিসটেন্ট সুবিধা থাকবে, তবে তা এশিয়ার দেশগুলোতে আপাতত পাওয়া যাবে না। দাম সর্ম্পকেও কোনো ঘোষণা আসেনি।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

 

 

Scroll to Top