মাত্র ৮ হাজার টাকায় কেনা যাবে আইফোন এক্স

বিশ্বের অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারীর নজর এখন অ্যাপলের নতুন সংযোজন আইফোন এক্স’এর দিকে। আইফোনের দশ বছর পূর্তি উপলক্ষে অ্যাপল চমক হিসেবে গত ১২ সেপ্টেম্বর বিশেষ আইফোন টেন উন্মোচন করে। বলা হচ্ছে, অ্যাপলের ফোনগুলোর মধ্যে এটিই সবচেয়ে ব্যয়বহুল। তাই সাধ থাকলেও অনেকেরই এই ফোনের স্বাদ নেওয়ার সাধ্য হবে না। কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটাতে সমস্যা কি?

অবিশ্বাস্য হলেও সত্যি যে, একটি চীনা কোম্পানি ঠিক আইফোন এক্সের মতো একটি ক্লোন ফোন তৈরি করেছে। ফোনটি দেখতে হুবহু আইফোন টেন’এর মতোই। কিন্তু ফোনটির দাম শুনলে সত্যিই অবাক হতে হবে! মাত্র ১শ’ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় দাম পড়বে ৮ হাজার ৩শ’ টাকা।

ইন্ডিয়া টাইমস’এর খবরে বলা হয়, চীনা প্রতিষ্ঠানটির উদ্ভাবিত ফোনটির নাম গো ফোন এক্স(GooPhone X)। এটিতে আইফোন টেন’এর সব ফিচারই রয়েছে। আইফোন এক্স’এর প্রসেসর আর এই ফোনে ব্যবহৃত প্রসেসর প্রায় একইরকমের। তাই ফোনটির গতি হবে ঠিক আইফোনের মতোই।

গো ফোন এক্স’এর ডিসপ্লের সাইজ ৫ দশমিক ৫ ইঞ্চি। ১ জিবি র‍্যাম আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সমৃদ্ধ ফোনটির ক্যামেরাও অনেক উচ্চক্ষমতা সম্পন্ন। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরা ৮ মেগাপিক্সেল হলেও ছবি ঝকঝকে হবে বলেই দাবি করেছে চীনা প্রতিষ্ঠানটি।

গো ফোনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফোনটিতে বিশেষ ধরনের একটি চিপ ব্যবহার করা হয়েছে। যার ফলে ফোনটি সুরক্ষিত থাকবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কম টাকায় আইফোন ব্যবহারের স্বাদ পেতে বাজারে এর জুড়ি নেই।

বাংলাদেশ সময় : ১৭৩০ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top