চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমির কম দামের একটি ফোন ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটির মডেল শাওমি রেডমি ফোর এ। ৩২ জিবি রম ভার্সনের এই ফোনটি ভারতের বাজারে বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৯৯ রুপিতে। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ৭ হাজার ৭০০ টাকা।
ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। ১.৪ গিগাহার্জের স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর সম্বলিত এই ফোনটিতে ৫০০ মেগাহার্জের অ্যাড্রিনো ৩০৮ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে।
ফোনটি অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলবে। এতে ২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। রম মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
হাইব্রিড ডুয়াল সিমের এই ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের রিয়ার এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাকআপের জন্য ফোনটিতে আছে ৩০৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
সাশ্রয়ী দামের এই ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
বাংলাদেশ সময় : ১২০২ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ