ফেসবুক মেসেঞ্জারে সক্রিয় ব্যবহারকারী ১৩০ কোটি

ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। গত বছরের জুলাইয়ে প্রতি মাসে এর সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ কোটি।

এর মধ্যেই তা বেড়ে ১৩০ কোটিতে দাঁড়িয়েছে। ফেসবুকের হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও ১৩০ কোটি।

মেসেঞ্জারে প্রতিদিন সাত কোটি মানুষ বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ও লেখা পোস্ট করেন থাকে। ফেসবুক শুক্রবার একটি পোস্টে এসব তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, মেসেঞ্জার অ্যাপটির দক্ষতা বাড়াতে কঠোর পরিশ্রম করা হচ্ছে। মেসেঞ্জারে ভিডিও চ্যাটের জন্য নতুন মাস্ক, ফিল্টার ও রিয়েকশন যোগ করা হয়েছে। বিশ্বের আরও বেশি বেশি মানুষের কাছে এ ভার্চুয়াল সেবা পৌঁছে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top