ক্যাসপারস্কি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

রাষ্ট্রীয় সংস্থাগুলোতে রুশ সাইবারসিকিউরটি ফার্ম ক্যাসপারস্কি ল্যাবের তৈরি সফটওয়্যার ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যেই এমন ব্যবস্থা নেয়ার ঘোষণা এল।

গেল বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সেক্রেটারি এলেইন ডিউকের জারি করা নির্দেশনায়, সরকারি সংস্থাগুলোকে তাদের নেটওয়ার্ক থেকে ক্যাসপারস্কির সফটওয়্যার অপসারণে তিন মাসের সময় দেয়া হয়েছে। বলা হচ্ছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ক্যাসপারস্কির বিরুদ্ধে এর আগেও আঙুল তুলেছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ক্যাসপারস্কি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে, ২০১৬ সালে দেশটির নির্বাচনে হস্তক্ষেপ করেছিল রাশিয়া।

ক্যাসপারস্কি বলছে, তার কেনো ধরনের সাইবার গোপনীয়তা ফাঁসে বা সাইবার হামলায় কেনো দেশের সরকারকে সাহায্য করেনি, কখনও করবেও না। সূত্র: প্রেস টিভি

বাংলাদেশ সময় : ১৩৩৭ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top