মঙ্গলবার বাজারে আসছে আইফোনের নতুন মডেল। বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টিভ জবস থিয়েটারে হতে যাচ্ছে এর উদ্বোধনী অনুষ্ঠান। অর্ডার নেওয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে আর বাজারে বিক্রি শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে। জেনে নিন খুঁটিনাটি।
১. এজ টু এজ ডিসপ্লে
ফোনের ওপর থেকে নিচে পর্যন্ত থাকছে এজ টু এজ ডিসপ্লে। অর্থাৎ ফোনের পুরো অংশেই থাকছে ডিসপ্লে। তবে একেবার ওপরের দিকে ক্যামেরা ও সেন্সরের জন্য একটু ফাঁকা অংশ থাকছে।
২. ডুয়াল রিয়ার ক্যামেরা
ডুয়াল রিয়ার ক্যামেরা নিয়ে অ্যাপল কোনো তথ্যই দেয়নি। তবে অনুমান করা হচ্ছে, আইফোনের নতুন মডেলে তা থাকতে চলেছে। কেননা এই ব্যবস্থাটি আইফোন ৭ প্লাসেও ছিল।
৩. ওএলইডি স্ক্রিন
এলসিডি ডিসপ্লে থেকে ওএলইডি স্ক্রিনের দিকেই যাচ্ছে অ্যাপল। আইফোনের নতুন মডেল আইফোন এইট কিংবা আইফোন এক্স-এ থাকতে চলেছে ওএলইডি স্ক্রিন।
৪. ওয়্যারলেস চার্জিং
আইফোনের নতুন মডেল আইফোন এইট-এ থাকছে ওয়্যারলেস বা তারহীন চার্জিং ব্যবস্থা।
৫. ওয়াটার রেজিস্ট্যান্ট গ্লাসব্যাক প্যানেল
ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা ছাড়াও আইফোনের নতুন মডেলে থাকছে পানি প্রতিরোধী ব্যবস্থাও।
৬. অগমেন্টেড রিয়েলিটি
আইফোনের নতুন মডেল আইফোন এইট-এ একটি বিশেষ স্থান নিতে চলেছে এই অগমেন্টেড রিয়েলিটি হোমপড ইন্টিগ্রেশন।
৭. হোমপড ইন্টিগ্রেশন
হোমপডে প্রকাশ ইতিমধ্যেই করে ফেলেছে অ্যাপল। পিল আকারের এই স্পিকার অ্যাপল আইফোন এইটকে সাপোর্ট করবে বলেই জানা যাচ্ছে।
৮. এনএফসি
আইফোন এইটে থাকতে চলেছে নেয়ার ফিল্ড কমিউনিকেশন ট্যাগস।
৯. থ্রি ডি ফেস রিকগনিশন উইথ আইআর ক্যামেরা
অ্যাপল আইফোন এইটের সামনের ওপরের দিকে থাকছে থ্রিডি ফেসিয়াল রিকগনিশন সেন্সর।
১০. তিনটি ভেরিয়েন্টে আসছে
আইফোন এক্স, আইফোন ৮, আইফোন ৮ প্লাস এই তিনটি ভেরিয়েন্টে আসছে নতুন আইফোন।
বাংলাদেশ সময় : ১৫৫২ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ