স্যামসাং গ্যালাক্সি এস৮ চলতি বছরের মার্চে উন্মোচন করা হয়। এরই মধ্যে গুঞ্জন উঠেছে স্যামসাং ইলেকট্রনিক্সের পরবর্তী স্মার্টফোন ‘গ্যালাক্সি এস৯’ নিয়ে। অ্যান্ড্রয়েড অথরিটি এক সূত্রের বরাতে জানিয়েছে, যত দ্রুত সম্ভব স্যামসাং ‘গ্যালাক্সি এস৯’ উন্মোচন করা হবে। আর সেটা সম্ভবত ২০১৮ সালের জানুয়ারিতেই।
আর ওই বছরই ফেব্রুয়ারির যেকোনো দিন ফোনটি বাজারে ছাড়া হবে।
এদিকে মার্কিন সাইট বিজনেস ইনসাইডারে বলা হয়, এটির ছদ্ম নাম ‘স্টার’। এবং এই স্মার্টফোনটি উৎপাদনের পর্যয়ে রয়েছে।
ধারণা করা হচ্ছে এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও ও কোয়ালকম-এর সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হবে। দেখতে অনেকটা এস৮ এর মতোই হতে পারে বলে আশা করা হচ্ছে তবে, এ ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনের পেছনে মাঝখানে বসানো হতে পারে।
বিজনেস ইনসাইডারে আরও বলা হয়, এই স্মার্টফোনটি আসতে যেহেতু আরও কয়েক মাস বাকি তাই দক্ষিণ কোরীয় টেক জায়ান্টটির পরবর্তী এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়েও আসা এই গুঞ্জনগুলো পুরো নাওমিলতে পারে।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে