সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার গ্রাহকদের সুরক্ষা দিতে চলতি বছর হতে ফেক আইডি বন্ধে অভিযান শুরু করেছে। অনেক ফেক আইডি ইতিমধ্যেই বন্ধও করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে এরপরও ভুয়া অ্যাকাউন্ট বন্ধ না হওয়ার কারণে এবার সরাসরি ফেক অ্যাকউন্ট মুছে ফেলছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিদিন প্রায় ১০ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের প্র্রধান নিরাপত্তা কর্মকর্তা আলেক্স স্ট্যামোস এক ফেসবুক পোস্টে বলেছে, যেসব অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে, মূলত সেগুলো স্প্যাম আইডি। এসব আইডি হতে অপপ্রচার চালানো হচ্ছে। ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে অ্যাকাউন্ট সন্দেহজনক মনে হলেই সেটি ডিলিট করা হচ্ছে।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ আগেই জানিয়েছিলেন, ফেসবুকে আপত্তিজনক বিষয় পোস্ট করা হচ্ছে কি না সেটি খতিয়ে দেখার জন্য অতিরিক্ত ৩ হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বর্তমান সময়ে এক জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে পরিণত হয়েছে। ছোট-বড় সকলেই এমনকি অফিসিয়াল প্রয়োজনেও ফেসবুক ব্যবহার করা হচ্ছে। যে কারণে বিভিন্ন সময় নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। কেউ কেউ এটিকে অপপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। সে কারণেই এই উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। সূত্রঃ ইন্টারনেট
বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ