এক্সের মালিক ইলন মাস্ক তাঁর উদ্ভট সব কাজের জন্য বেশ আলোচিত। সম্প্রতি এক এক্স বার্তায় (সাবেক টুইটার) তিনি আইফোন ও আইপ্যাডে চ্যাটজিপিটি যুক্তের ঘোষণার পর অ্যাপলের ওপর বেশ চটেছেন। অ্যাপল তার সব যন্ত্রে চ্যাটজিপিটি যুক্ত করলে নিজের সব প্রতিষ্ঠানে অ্যাপলের পণ্য ব্যবহার নিষিদ্ধ করবেন বলে হুমকি দিয়েছেন ইলন মাস্ক। চ্যাটজিপিটিকে নিরাপত্তার জন্য হুমকি বলেও অভিহিত করেন তিনি।
সম্প্রতি নিজেদের ডেভেলপার সম্মেলনে নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও পণ্যে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। এ বিষয়ে ইলন মাস্ক এক্স পোস্টে লেখেন, অযৌক্তিক কাজ করছে অ্যাপল। অ্যাপল যেখানে নিজস্ব এআই তৈরি করার জন্য যথেষ্ট স্মার্ট নয়, সেখানে ওপেনএআইয়ের কাছ থেকে গ্রাহককে সুরক্ষা দেবে কীভাবে।
ইলন মাস্ক অনেক বছর ধরেই ওপেনএআই ও চ্যাটজিপিটির বিরোধিতা করে আসছেন। কারণও রয়েছে, ইলন মাস্ক ২০১৮ সালে ওপেনএআই কেনার চেষ্টা করেও সফল হননি। আর তাই ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির বিরোধিতা করেন তিনি।