প্রতিষ্ঠার শুরু থেকে অরগানিক ও স্বাস্থ্য সচেতন পন্য নিয়ে বাংলাদেশ ও বিশ্ব মার্কেটে প্রতিযোগিতা করে আসছে সিনট্যাক্স গ্লোবাল লিমিটেডে। ইতিমধ্যে সিনট্যাক্স রাইস ব্র্যান অয়েল দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।
ক্রপ ফার্মিং, লাইভস্টক ফার্মিং, কৃষি পণ্যের ব্যবসা এবং অন্যান্য কৃষি সম্পর্কিত ব্যবসায় বাংলাদেশ এবং বিশ্বে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়েই সিনটেক্স গ্রুপ কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সিনট্যাক্স গ্লোবাল লিমিটেডের প্রতিষ্ঠার দ্বিতীয় বছর উদযাপন, বাংলাদেশের একমাত্র আরকাইভাল মাসিক ম্যাগাজিন ‘বিডি আরকাইভ’-এর মোড়ক উন্মোচন, কোম্পানীর বার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণয়নসহ ইংরেজি নতুন বর্ষকে স্বাগতম জানানো হয় দিনব্যাপী বার্ষিক ‘টাউন হল’ অনুষ্ঠানের মাধ্যমে।
দিনব্যাপী ওই কর্মসূচীতে অংশগ্রহন করেন সিনট্যাক্স গ্লোবাল লিমিটেডের সকল কর্মচারী ও কর্মকর্তারা।
অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাংলাদেশের ‘অরগানিক ম্যান’ হিসেবে খ্যাত সিনট্যাক্স গ্রুপের সম্মানীত ম্যানেজিং ডিরেক্টর ও প্রতিষ্টাতা ব্যারিস্টার এফ এম রিয়াজুল ইসলাম শাহরিয়ার।
দিনব্যাপী এই আয়োজনে কোম্পানীর কর্মচারী ও কর্মকর্তাগণ বিভিন্ন দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনারে অংশগ্রহন করেন। সেমিনারগুলো পরিচালনা করেন দেশের স্বনামধন্য সব স্কিল ট্রেইনাররা।
খাদ্যে স্বাস্থ্য সচেতনতা এবং ভেজাল মুক্ত খাবারে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে সিনট্যাক্স গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এফ এম রিয়াজুল ইসলাম শাহরিয়ার বলেন, ‘আমরা একটা অনিশ্চিত এবং অস্বাস্থ্যকর খাদ্যভ্যাসের দিকে প্রতিনিয়ত ধাবিত হচ্ছি। সঠিক সচেতনতা এবং আমাদের অরগানিক পন্যের মাধ্যমে সেই অস্বাস্থ্যকর খাদ্যভ্যাস আমরা পরিবর্তন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সমন্বিত কৃষির কোনও বিকল্প নেই। এমনকি চতুর্থ শিল্প বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এই সমন্বিত কৃষি। সিনট্যাক্স গ্লোবাল লিমিটেড সে পথেই হাটছে।’
সিনট্যাক্স এর এ জি এম অরবিন্দ কর্মকার বলেন, ‘কোম্পানির কর্মচারী ও কর্মকর্তাদের সুযোগ সুবিধার তালিকায় আমরা এক নম্বর হতে চাই এবং বাংলাদেশে সেটি উদাহরণ হবে সবার জন্য।’
দিনব্যাপী ওই অনুষ্ঠান শেষ হয় গালা ডিনার এবং স্বনামধন্য বিভিন্ন শিল্পীদের পরিবেশনার মাধ্যমে।