বাংলাদেশসহ ৪ দেশে চালু হয়েছে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন

সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ এবং ব্রাজিলের ইউজারদের জন্য চালু হয়েছে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন। মঙ্গলবার (২৫ জুলাই) রাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভাইরাল চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এ তথ্য জানিয়েছে। শুধু এ চারটি দেশে বসবাস করা যে কেউ এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে ওপেনএআই-এর আলোচিত এ সেবাটি গ্রহণ করতে পারবেন।

এর ফলে যেসব ব্যবহারকারীদের এতদিন কম্পিউটার কিংবা ওয়েবে যারা এ সেবাটি ব্যবহার করেছেন, একই অ্যাকাউন্ট মোবাইলেও চালু করতে পারবে। ফলে চ্যাটজিপিটির সঙ্গে অতীতের সব কথোপকথনও অ্যাপের মধ্যে পাওয়া যাবে। টেকক্রাঞ্চ। খবরে বলা হয়েছে, এ চারটি দেশের বাইরে অন্য কোনো দেশের মানুষ গুগল প্লে-তে গিয়ে অ্যাপটির জন্য প্রি-অর্ডার করতে পারবেন। নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই খুব শিগ্গির আরও কয়েকটি দেশে এই সেবাটি চালু করার প্রক্রিয়া শুরু করেছে। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহেই একযোগে নতুন কয়েকটি দেশে চ্যাটজিপিটির অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে কাজ করবে।

এ ছাড়া যারা আইফোন ব্যবহার করেন তাদের মোবাইলের আইওএস-এ অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপটি পাওয়া যাচ্ছে।

২০২২সালে নভেম্বরে চ্যাটজিপিটি আনার পর ইতিমধ্যে চলতি বছরের মে মাসে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মে এআই চ্যাটবটটির অ্যাপ নিয়ে এসেছে স্যাম অল্টম্যানের ওপেনএআই।

তখনই জানানো হয়েছিল, শীঘ্রই অ্যান্ড্রয়েড ভার্সনের জন্যও অ্যাপ আনছে তারা।

আগামী সপ্তাহের মধ্যে আরও কয়েকটি দেশে অ্যান্ড্রয়েডে চ্যাটজিপিটির অ্যাপ চালু হবে বলে জানিয়েছে ওপেনএআই।