টুইটারের ‘নীল পাখি’ লোগো আর থাকছে না

টুইটারের ‘নীল পাখি’ লোগো আর থাকছে না

পাল্টে যেতে পারে টুইটারের আইকনিক ‘নীল পাখি’র লোগো। প্রতিষ্ঠানটি নতুন মালিক ইলন মাস্ক তেমনটাই আভাস দিয়েছেন। বিষয়টি নিয়ে ইলন মাস্ক নিজে একটি টুইট করেছেন। তিনি বলেন, ‘খুব শিগগির আমরা টুইটারের লোগোকে বিদায় জানাব, এবং পরবর্তীতে সবগুলো পাখিকেও।

এরপর একটি `এক্স‘ সম্বলিত ছবি পোস্ট করেছেন মাস্ক। সেখানে তিনি লেখেন, `যদি সুন্দর কোনও এক্স লোগো আজ পোস্ট করা হয়, আগামীকাল আমরা সেটাকেই বিশ্বজুড়ে ব্যবহার করবো।

টুইটার অডিও চ্যাটে ইলন মাস্ককে জিজ্ঞাসা করা হয়েছিলো টুইটারোর লোগো পরিবর্তন হবে কি না। জবাবে তিনি বলেনম`হ্যাঁ, আর অনেক আগেই এটা করা প্রয়োজন ছিল।

পরবর্তী সময়ে আরেকটি পৃথক পোস্ট করেন মাস্ক। যেখানে একটি ভিডিওতে টুইটারের লোগের জায়গায় একটি এক্স চিহ্ন দেখা যায়।

অক্টোবরে টুইটারের মালিকানা নেওয়ার পর ইলন মাস্ক মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘এক্স কর্প’ রাখেন। সেখান থেকেই হয়তো লোগো `এক্স` এর আদলে করার পরিকল্পনা তার।

টুইটারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ওয়েবসাইটটি আগে জানিয়েছে, নীল পাখির লোগো তাদের সবচেয়ে সুপরিচিত সম্পদ। তাই তারা এটা রক্ষা করতে চায়।