মেটার এআই ট্রান্সলেটর অলিখিত ভাষাও অনুবাদ করবে

বিশ্বে কমবেশি সাত হাজারের বেশি ভাষা প্রচলিত রয়েছে। অঞ্চলভেদে এসব ভাষার প্রতি ১০টির মধ্যে চারটির কোনো নির্দিষ্ট লিখিত রূপ নেই। এসব ভাষা বর্তমান সময়ের উন্নত মেশিন লার্নিং ট্রান্সলেশন সিস্টেমের জন্য ক্ষতিকর। তবে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ট্রান্সলেটর এসব ভাষাও অনুবাদ করতে পারবে।

এআই সমর্থিত স্পিচ-টু-স্পিচ ট্রান্সলেশন সিস্টেম উন্মোচন করেছে মেটা।চীনের মৌখিক ভাষা হোকিন দিয়ে স্পিচ-টু-স্পিচের কার্যক্রম শুরু করেছে মেটা। প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ বলেন, চীন, তাইওয়ান, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপাইনের চার কোটি ৯০ লাখ মানুষের মুখের ভাষা হোকিন।

এআই সিস্টেমটি ভবিষ্যতে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা বলেছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে মেটা এই অনুবাদককে মেটা এআইয়ের ইউএসটি প্রকল্পের জন্য ‘প্রথম মাইলফলক’ হিসাবে দাবি করেছে।

“যে কোনো ভাষার মৌখিক বচন থেকে তাৎক্ষণিকভাবে অনুবাদে সক্ষম এআই ব্যবস্থা নির্মাণে জোর দিচ্ছে এটি।”

এর আগে অনুবাদের জন্য যতো এআই বানানো হয়েছে তার সিংহভাগ ভাষার লিখিত রূপেই জোর দিয়েছে। কিন্তু মেটা বলছে, যে ভাষাগুলোর লেখার জন্য কোনো প্রমিত রূপ নেই– এমন ভাষার অনুবাদের সক্ষমতা অর্জন তাদের ভবিষ্যৎ লক্ষ্যগুলোর একটি।