আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইনবক্স/কমেন্টস/ টাইমলাইনে কেউ বাজে ছবি বা মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করলে উত্যক্তকারী পোস্ট বা মেসেজের লিংকসহ স্ক্রিনশট নিন। সাথে উত্ত্যক্তকারীর ফেসবুক অ্যাকাউন্টটির প্রোফাইল লিংক সংগ্রহ করে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অভিযোগ করুন।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এ বিষয়ে একটি জনবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেউ চাইলে সিআইডি\’র সাইবার পুলিশ সেন্টারে সরাসরি এসেও অভিযোগ জানাতে পারবে। এছাড়া নিম্নবর্ণিত যেকোন মাধ্যমেও অভিযোগ পাঠানো যাবে-
হটলাইন: ০১৭৩০৩৩৬৪৩১
ইমেইল: smmcpc2018@gmail.com
ফেসবুক পেইজ: https://www.facebook.com/cpccidbdpolice
অভিযোগ দায়েরের পর প্রয়োজনবোধে সোশ্যাল মিডিয়ায় বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে উত্ত্যক্তকারী অ্যাকাউন্টটিকে ব্লক করে দিতে পারেন।