বাংলাদেশে ফেসবুকের পর মাইক্রোসফটও ভ্যাট নিবন্ধন নিল

দেশে ফেসবুকের পর এবার ভ্যাট নিবন্ধন নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে।
মাইক্রোসফট রিজিওনাল সেলস ডট এলটিডি নাম এবং সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে কোম্পানিটি নিবন্ধন নিয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্র। মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবে পোদ্দার অ্যান্ড এসোসিয়েটস।

এর আগে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয় গুগল, অ্যামাজন, ফেসবুক। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।

Scroll to Top