বাংলাদেশে আসছে পেপাল। গত ৯ অক্টোবর এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আগামী ১৯ অক্টোবর পেপাল বাংলাদেশে চালু হচ্ছে। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এটির উদ্বোধন করবেন বলেও জানান তিনি।
তবে এমন সংবাদ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেও পেপাল কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে তাদের কিছু জানা নেই। ভবিষ্যতেও বাংলাদেশে এমন সেবা চালু হবে কিনা, তা সম্পর্কেও কিছু জানাতে পারেনি পেপাল।
এ নিয়ে পেপাল হেড কমিউনিকেশনস (ইন্ডিয়া) পূজা সাভারওয়াল জানিয়েছেন, বাংলাদেশে পেপাল চালু হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। ভবিষ্যতে চালু হবে কিনা, তাও জানাতে পারেননি তিনি। তবে পেপালের একটি সেবা জুম (Xoom) ২০১৫ সালের নভেম্বর থেকে সোনালী ব্যাংকের মাধ্যমে চালু আছে বলেও জানান তিনি।
জুমের মাধ্যমে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে অর্থ লেনদেন করাও হচ্ছে বলে জানান পূজা সাভারওয়াল।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৭ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল