তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, আর্থিক লেনদেনে অনিয়ম, খরচ ও হয়রানি বন্ধে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম-আইডিটিপি চালু করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের উদ্যোগে বাংলাদেশের আর্থিক ডিজিটালাইজেশন নিয়ে সেমিনারে তিনি এ কথা বলেন।
এ সময় প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এ পদ্ধতিতে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তারা ঋণ সুবিধা পাবেন। চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতিতে বাংলাদেশ পাঁচটি কৌশল প্রণয়ন করেছে।
এসব কর্মকৌশলে আগামীতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে বলেও জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমরা উন্নয়নশীল দেশে উন্নত হয়েছি। ডিজিটালাইজেশনের কারণে করোনার মধ্যেও ৫-এর ওপরে প্রবৃদ্ধির অর্জন করেছে বাংলাদেশ। আমরা অন্তর্ভুক্তমূলক অর্থনীতি গড়তে চাই। এসএমই ফাউন্ডেশন, ই-কমার্স মুদিখানাসহ সব ধরনের ব্যবসায় ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে চাই। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে ঋণ পেতে পারবেন।