ফেসবুক, ইউটিউব বা যে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস থেকে ২৪ ঘণ্টা দূরে থাকতে হবে। এই সময়ের মধ্যে কোনো ডিভাইসে চোখ রাখা যাবে না। আর তাতেই জিতে নিতে পারেন ২ হাজার ৪০০ ডলার।
‘ডিজিটাল ডিটক্স চ্যালেঞ্জ’ নামের এমনই এক প্রতিযোগিতার আয়োজন করেছে ‘রিভিউস ডট অর্গ’ নামের একটি প্রতিষ্ঠান। তবে, এ সুযোগটি বাংলাদেশিরা কেউ পাবেন না। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে একজন করে মোট দু\’জনকে বিজয়ী করা হবে বলে জানিয়েছে সেই প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় আবেদনের জন্য নিজের সম্পর্কে ১০০ শব্দে জানাতে হবে আপনি কেন প্রতিযোগিতাটির জন্য উপযুক্ত।
এ বিষয়ে সেই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত প্রতিযোগীদের ২৪ ঘণ্টার জন্য তাদের ডিজিটাল ডিভাইস জমা রাখতে হবে। সঙ্গে ২০০ ডলারের আমাজন গিফট কার্ড দেওয়া হবে। এই টাকা দিয়ে বই, টাইপরাইটার বা কাগজ-কলম, রংতুলি কিনতে হবে এবং নির্ধারিত সময় শেষে সেগুলো সম্পর্কে পর্যালোচনা জানাতে হবে।
এ প্রতিযোগিতাটি মূলত ডিজিটাল ডিভাইস থেকে কিছুটা সচেতন করতেই আয়োজন করা হয়েছে। চলতি মাসের ২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে, আর ফলাফল ঘোষণা করা হবে ২৯ মার্চ।