ডিএইচএল হলো একটি আন্তর্জাতিক মানের কুরিয়ার কোম্পানি। যারা বিশ্বের বিভিন্ন দেশে সততার সঙ্গে পণ্য পৌঁছে দিয়ে থাকে। তবে এবার অভিনব এক অফার নিয়ে এলো এই কোম্পানি। এই প্রথম নিজেদের উদ্যোগে চাঁদে পোস্টকার্ড পাঠানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রিয়জনের সাথে সেলফি তুলে পোস্টকার্ড আকারে চাঁদে পাঠিয়ে তা স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ নিয়েছে ডিএইচএল কোম্পানি। এতে যেমন সহজেই মনের ভাব প্রকাশ করা যাবে, তেমনি মহাকাশে ভালোবাসার মানুষের সাথে একটি স্মৃতিও ধরে রাখা যাবে। আর এজন্য গুণতে হবে ৪৬০ ডলার বা ৩ হাজার ২০০ টাকা।
ডিএইচএলকে এ কাজে সহায়তা করবে পেরেগ্রিন ল্যান্ডার নামের একটি মহাকাশযান। মহাকাশের গবেষণার কাজে ২০২১ সালে এই মহাকাশযানটি চাঁদে কার্গো নিয়ে যাবে।