জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটারের পর এবার চীনে বন্ধ হলো মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’। দেশটির ব্যবহারকারীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকালের পর থেকে স্বাভাবিক উপায়ে আর সিগন্যালে প্রবেশ করা যাচ্ছে না। তবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে তারা এটি ব্যবহার করতে পারছেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই চীনের সাইবার কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও বার্তা আদান-প্রদানের অ্যাপের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এর আগেও বেশ কয়েকবার কোনো কারণ না দেখিয়েই সিগন্যাল অ্যাপ বন্ধ রেখেছিল চীনা কর্তৃপক্ষ। আর সে সময়ও ভিপিএন ব্যবহার করে সিগন্যাল ব্যবহার করতে হয়েছে।
চীনের থার্ড পার্টি অ্যান্ড্রয়েড স্টোরগুলোতেও এখন সিগন্যালকে পাওয়া যাচ্ছে না। এসব স্টোরে অবশ্য গুগলও নিষিদ্ধ। কিন্তু চীনের অ্যাপল স্টোরে এখনো সিগন্যাল অ্যাপটি রয়েছে। সেখানে দেখা যায়, কেবল ৫ লাখ ১০ হাজার অ্যাপল ব্যবহারকারীই সিগন্যাল ডাউনলোড করেছেন। এ বিষয়টি নিয়ে সিগন্যাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি চীনের সাইবার স্পেস কর্তৃপক্ষের বক্তব্যও।
ব্যবহারকারীদের কাছে মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ সিগন্যাল বেশ জনপ্রিয়। এ অ্যাপটিকে তুলনামূলক নিরাপদও ভাবা হয়। অ্যাপস্টোরের তথ্য অনুযায়ী, সিগন্যাল তার ব্যবহারকারীদের কোনো তথ্য সংরক্ষণ করে রাখে না। গুগল ড্রাইভ বা অন্য কোনো ধরনের ক্লাউড স্টোরেও এর তথ্য সংরক্ষিত থাকে না। প্রয়োজনে প্রেরক বা প্রাপক তাদের পরিচয় গোপন রেখেও বার্তা আদান-প্রদান করতে পারেন।