যেভাবে ইন্টারনেটের গতি চেক করবেন

বর্তমান যুগকে বলা হলো প্রযুক্তি যুগ। দিন যত যাচ্ছে আমাদের চারপাশে প্রযুক্তির ব্যবহার ততই বাড়ছে। তাই ইন্টারনেট ছাড়া এখন এক বেলাও আমাদের চলে না।

এখনকার সময়ে অধিকাংশ মানুষের কাছেই ইন্টারনেট অনেকটাই মৌলিক চাহিদার মতো। কিন্তু আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এর গতি সব সময় ঠিক থাকে না। মাঝেমধ্যেই ইন্টারনেটের গতি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়।

আপনি যে গতির ইন্টারনেট প্যাক ক্রয় করছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন কি না তা চেক করতে পারেন কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে। এর মাধ্যমে দেখে দিতে পারবেন আপনি সেই মুহূর্তে সুনির্দিষ্ট কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছেন। ইন্টারনেটের গতি চেক করার ওয়েবসাইটগুলো নিচে উল্লেখ করা হলো:-

* Fast.com

* Speedof

* Highspeedinternet

* Speedtest

* Testmy

Scroll to Top