বর্তমানে কম্পিউটার ছাড়া আমরা এক মুহূর্তও চলতে পারিনা। বিশেষ করে ডিজিটাল বিপ্লবের এ যুগে কম্পিউটার কিংবা ল্যাপটপ আমাদের নিত্যদিনের সঙ্গী। পাড়ার মুদি দোকান থেকে রেস্টুরেন্ট-সব জায়গায়ই এখন কম্পিউটারের ব্যবহার দেখা যায়।
দৈনন্দিন কাজ করতে কম্পিউটারের সঙ্গে অন্যান্য অনুষঙ্গ যেমন, মাউস এবং কি-বোর্ড ব্যবহার করতে হয়। এতে অনেক সময় অপচয় হয়। কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে, এগুলো আয়ত্ত করলে খুব স্বল্প সময়ে কাজ সম্পন্ন করা যায়। তাহলে চলুন জেনে নেই সেই শর্টকাট পদ্ধতিগুলো:-
* কোনো লেখা কপি করতে Ctrl+C চাপুন
* কোনো লেখা কাট করতে Ctrl+X চাপুন
* কপি বা কাট করা ডকুমেন্টটি পেতে (পেস্ট) করতে চাপুন Ctrl+V
* পূর্বের অবস্থায় ফিরতে Ctrl+Z চাপুন
* সাইন ইন স্ক্রিনে পাসওয়ার্ড দেখতে Alt+F8 চাপুন
* উইন্ডো রিফ্রেশ করতে চাপুন Ctrl+R বা F5
* খুলে রাখা অ্যাপ্লিকেশন পরিবর্তন করতে চাপুন Alt+tab
* খুলে রাখা অ্যাপ্লিকেশন বন্ধ করতে চাপুন Alt+tab
* কম্পিউটার লক করতে চাপুন Windows logo+L
* অ্যাপ্লিকেশন থেকে সরাসরি ডেস্কটপে যেতে Windows logo+D চাপুন