ব্রিটেনে তৈরি হচ্ছে ফ্লাইং কার বিমানবন্দর

চলতি বছরের নভেম্বরে ব্রিটেনের কভেন্ট্রি শহরে তৈরি হতে চলেছে ফ্লাইং কার বিমানবন্দর। সরকারি সংস্থা, প্রাইভেট সেক্টর বিজনেস ও অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে মিলে এই ছোট বিমানবন্দর তৈরি করতে চলেছে ব্রিটেন। এটি তৈরি করবে আর্বান এয়ারপোর্ট। হুন্ডাই মোটর গ্রুপের আর্বান এয়ার মোবিলিটি ডিভিশন ও কভেন্ট্রি সিটি কাউন্সিল এর সঙ্গে যুক্ত রয়েছে। এখানে শুধু ফ্লাইং কারই ওঠানামা করবে।

এই পপ-আপ এয়ারপোর্টটি ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে এক অন্য মাত্রা যোগ করতে চলেছে। এ প্রসঙ্গে আর্বান বিমানবন্দরের প্রতিষ্ঠাতা ও একজিকিউটিভ চেয়ারম্যান জানান, “গাড়ির জন্য সড়ক পথ প্রয়োজন। ট্রেনের জন্য রেল লাইন। বিমানের জন্য প্রয়োজন বিমানবন্দর। আর eVTOL-এর জন্য আর্বান এয়ারপোর্টের প্রয়োজন।”

তিনি আরও জানান, জাপানসহ বিশ্বের একাধিক দেশ ফ্লাইং কার তৈরির কথা বলছে। কিন্তু এই গাড়ি ওঠানামার জন্য কোনও আদর্শ জায়গা নেই। তাই এয়ার-ওয়ান বিমানবন্দরের পরিকল্পনা।

জানা যায়, নতুন এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে এয়ার-ওয়ান। এ বিমানবন্দরে থাকবে একটি ছোট্ট রানওয়ে। এছাড়া ১৪ মিটার ব্যাসার্ধের ল্যান্ডিং প্যাডও থাকছে বিমানবন্দরে। ফ্লাইং কার মাটিতে নামার সময় প্যাড ছুঁলেই তা নিজে থেকেই বন্দরের ভিতর প্রবেশ করবে। ব্রিটেনের কভেন্ট্রি শহরের রিকো এরিনা স্টেডিয়ামের কাছে একটি পার্কিং লটে তৈরি হচ্ছে ফ্লাইং কারের এই বিমানবন্দর। শোনা যাচ্ছে, এটি মোবাইল এয়ারপোর্ট। প্রয়োজন পড়লে এটি অন্যত্রও সরিয়ে নেওয়া যাবে।

Scroll to Top