দুবাই স্মার্ট সিটি পরিকল্পনার আওতায় পুলিশ বাহিনীতে উড়ন্ত মোটরবাইক সংযুক্ত করেছে দুবাই সরকার। অত্যাধুনিক ল্যাম্বারগিনি, রোবট পুলিশ পর এবার দুবাই পুলিশ বাহিনীতে যোগ হয়েছে উড়ন্ত মোটরবাইক।
ভাসমান যানটির ডিজাইন করেছে রাশিয়ার টেক কোম্পানি হোভারসার্ফ। এক সিটের এই যানটি ঘণ্টায় ৪০ মাইল এবং ২৫ মিনিট আকাশে ভেসে বেড়াতে সক্ষম। এছাড়া ৬০০ পাউন্ড ওজন বহন করে অনাসেই চলতে পারবে যানটি।
উড়ন্ত মোটরবাইকটির নাম দেয়া হয়েছে স্কারপিয়ন। চলতি বছর একটি টেক শোতে প্রথম প্রদর্শন করা হয়েছিল। তবে দুবাই সরকার এ ধরনের যান ব্যাপকভাবে তৈরি করতে সিদ্ধান্ত নিয়েছে। (সূত্র: সিএনএন)
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ