বাজারে আসলো মাইক্রোল্যাবের স্টাইলিশ হেডফোন

হালের ট্রেন্ড হিসেবে বর্তমানে অন ইয়ার ব্লুটুথ হেডসেট এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। মাইক্রোল্যাব ব্রান্ড বাজারে নিয়ে এলো ফ্যাশনেবল ওয়্যারলেস হেডসেট মোগুল। এটি রেট্রো ডিজাইনের লেদার ফিনিশ হওয়ায় দেখতে অনেক চমৎকার লাগে এবং সেই সাথে ব্যবহারে প্রিমিয়াম ফিল আসে। যে কেও এটি ব্যবহার করতে পারবে, কারণ এতে অটো অ্যাডজাস্টমেন্ট এর সুবিধা।

আর এর চমৎকার ফিচার গুলো হল এতে মাইক্রোল্যাবের এক্সক্লুসিভ শেয়ার মি ফাংশনটি দেয়া আছে । যার ফলে আপনি দুইটি হেডসেট একই সাথে একটি ডিভাইস এর আওতায় কানেক্ট করে গান শুনতে পারবেন। এতে ইনপুট হিসেবে রয়েছে ৩.৫ মিমি অডিও লাইন ইন ফাংশন । এর ফলে যেকোনো ডিভাইস এর সাথে কানেক্ট করা যাবে ।

আর এর সাথে রয়েছে ব্লুটুথ স্ট্রিমিং তথা মিউজিক সহ ফোন আসা কল গুলো ধরতে পারবেন । এটি অ্যাপল সিরি এর সাথে কম্প্যাটিবল । ব্লুটুথ ভার্সন ৪.১ সাথে এইচএসপি, এইচএফপি, এটুডিপি, এভিআরসিপি প্রোফাইলগুলি সাপোর্ট করবে । আর এতে স্ট্যান্ডবাই সময় পাবেন ৭০০ ঘন্টা,এবং প্লে টাইম ২১ ঘন্টা । হ্যান্ডস-ফ্রি কলগুলো রিসিভ করার জন্য এতে মাইক্রোফোন আছে । এছাড়া সাথে পাবেন একটি আকর্ষণীয় পাউস। ১ বছরের বিক্রয় পরবর্তী সেবাসহ খুচরা মূল্য ৭৫০০ টাকা।

Scroll to Top