শুক্রবার রাত ৯-১০ টা পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখার মিথ্যা বার্তাটি সোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এই ধরনের কোনো বার্তা বা খবর বিটিআরসি প্রকাশ বা প্রচার করেনি বলেই জানানো হয়েছে বিটিআরসির পক্ষ থেকে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বার্তায় বিটিআরসির বরাত দিয়ে বলা হয় ফোন রাখার কথা। ব্লু হোয়েল গেমের ব্যাপারে সচেতনতা হিসেবে এই বার্তাটি ছড়িয়ে দেওয়া হয়। সেই বার্তার ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করে বিটিআরসি। জানায়, এই ধরনের কোনো বার্তা তারা গ্রাহকদের দেয়নি।
ছড়িয়ে পড়া বার্তাটিতে দেখা যায়, ১৩ অক্টোবর ২০১৭ রাত ৯টা থেকে রাত ১০টা, এই এক ঘন্টা সময়ের মধ্যে বাংলাদেশের সকল অ্যান্ড্রয়েড ফোনে ব্লু হোয়েল গেম ঢুকিয়ে দেওয়া হবে। যা প্রবেশের ফলে আপনার ফোনের সকল পার্সোনাল ইনফরমেশন, ফেসবুক, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপসহ সকল কিছু ধ্বংস করতে সক্ষম। তাই আগামিকাল রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আপনার ফোন বন্ধ রাখুন। আর দেশের সেবায় এটি বেশি বেশি ফরোয়ার্ড করুন।
জনসচেতনতায়: BTRC
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি