হঠাৎই বন্ধ ছিলো ফেসবুক!

সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই অনেক ব্যবহারকারী লগইন করতে পারছেন না। ফেসবুকের ওয়েবসাইট এবং অ্যাপ উভয় মাধ্যমই ডাউন হয়ে যাওয়ায় অভূতপূর্ব এই সমস্যা হচ্ছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

বাংলাদেশেও রাত আনুমানিক সোয়া ৯ টার পর থেকে ফেসবুকে লগইন এর ক্ষেত্রে সমস্যা শুরু হয়। দ্বিতীয় বাড়ে কেউ লগইন করলেও দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেও অনেকে এই ওয়েবসাইট থেকে লগআউট করতে পারেননি বলে জানা গেছে।

ফেসবুক জানায়, যে সাইটের উন্নয়নের কাজের জন্য এ সমস্যা দেখা দিয়েছে। কেননা এর আগেও ফেসবুক ডাউনের সমস্যা দেখা দিয়েছিলো।

ফেসবুক ডাউন থাকায় কোন ব্যবহারকারী কোন কিছু পোস্ট কিংবা শেয়ার দিতে পারছেন না। পোস্ট করার আগ পর্যন্ত সব কিছু স্বাভাবিক থাকলেও পোস্ট করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। আর এ কারণে অনেকে টুইটার এবং সামাজিক যোগাযোগের অন্যান্য মাধ্য ফেসবুক কর্তৃপক্ষের উপর নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

বাংলাদেশ সময় : ২৩১৪ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ

 

 

 

 

 

Scroll to Top