দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফ্ল্যাগশিপ ফোন নোট ৮ উন্মুক্ত হয়েছে। নোট ৮ এর আগের সিরিজ নোট ৭ এর ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাজার থেকে সেটটি তুলে নেওয়ায় নতুন এই ফোন দিয়ে প্রতিষ্ঠানটি আবারও ব্যবহারকারীদের আকর্ষণের চেষ্টা করছে। নিউ ইয়র্কে ২৩ আগস্ট এক ইভেন্টে এই ফোন উন্মোচন করা হয়। বলা হচ্ছে প্রতিষ্ঠানের তৈরি করা ফোনের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালি হ্যান্ডসেট।
যুক্তরাষ্ট্রে ২৪ আগস্ট বৃহস্পতিবার থেকে এই নোট ৮ ফোনের প্রি-অর্ডার নেওয়া শুরু হবে। এবং ১৫ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। আর যুক্তরাষ্ট্রের বাজারে আনলক নোট ৮ এর দাম নির্ধারণ করা হয়েছে ৯২৯ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ হাজার ৪৭১ টাকা।
নোট ৮ ফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।
গ্যালাক্সি নোট ৮ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেমে। এই ফোনে রয়েছে বিশাল ৬.৩ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস সুপার অ্যামোলেড ‘ইনফিনিটি’ ডিসপ্লে। এছাড়া ফোনের স্পেসিফিকেশনে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর সাথে আছে এলপিডিডিআর৪ র্যাম। ইনবিল্ট স্টোরেজ এর ভিত্তিতে নোট ৮ তিনটি সংস্করণে পাওয়া যাবে।
নোট ৮ ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল দুটি সেন্সরে একটিতে অয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডারি ক্যামেরায় টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে।
নোট ৮ ফোনের ব্যাকআপের জন্য রয়েছে ৩৩০০ এমএএইচ ব্যাটারি। বলা যায় গ্রাহকরা ফোনের এই ব্যাটারি ফিচারের প্রতি বেশি আগ্রহী এবার। কেননা গত বছরের নোট ৭ এর ব্যাটারি সমস্যার কারণেই এত দুর্ঘটনা ঘটে এবং গ্রাহকরা এই ফোন ব্যবহার করতে পারেনি। ফিরিয়ে দিতে হয়েছে।
নতুন এই ফোনে প্রতিষ্ঠানটি ‘এনহান্সড’ এস পেন নিয়ে এসেছে। এই পেন দিয়ে স্ক্রিন বন্ধ মেমোতে নোট নিতে পারে বা ডকুমেন্ট এবং ফটোতে দ্রুত মন্তব্য বা টিকা যুক্ত করতে পারে।
নতুন এই ফোনে প্রতিষ্ঠানটি \’এনহান্সড\’ এস পেন নিয়ে এসেছে।
গ্যালাক্সি নোট ৮ এ রয়েছে এনহান্সড এস পেন।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে