এবার গ্রামীণফোন নিয়ে এসেছে এলটিই পকেট রাউটার, যার মাধ্যমে বাসায় থেকে বা রিটেইল স্টোর, এসএমই এবং অফিস—সব জায়গা থেকেই ফোরজি এলটিই মোবাইল ডাটা ব্যবহারের মাধ্যমে কাজ করা যাবে।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘ডিভাইসটি নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত, যা গ্রাহকদের ডিজিটাল প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ডিভাইসের মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকেও একাধিক গ্রাহক একই সঙ্গে আমাদের বিস্তৃত ফোরজি এলটিই সুবিধা উপভোগ করতে পারবে।’
সহজেই বহনযোগ্য এ পোর্টেবল রাউটারটির আকৃতি ৭৮×৭৮×১৪.৫ মিলিমিটার। এর দুই হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির ফলে রাউটারটি কাজ করবে আট ঘণ্টা পর্যন্ত। রাউটারটির দাম নির্ধারণ করা হয়েছে ২,৯৯৯ টাকা এবং ওয়ারেন্টি থাকছে দুই বছর।