মহামারী করোনা আতঙ্কে আতঙ্কিত গোটা বিশ্ব। এখন পর্যন্ত এই ভাইরাসের কোনও সফল ও কার্যকরী প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি আধুনিক চিকিৎসাবিজ্ঞান। এই পরিস্থিতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে কীভাবে এই ভাইরাস ছড়ায় তা চিহ্নিত করা এবং তা থেকে বেঁচে থাকা।
এমন পরিস্থিতিতে ‘মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ’ নিয়ে আসার মাধ্যমে ফল ও শাকসবজি হাইজিন ক্যাটাগরির পণ্যের জগতে প্রবেশ করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশ খাদ্যের গুণাগুণ অক্ষুণ্ন রেখে ফল ও শাকসবজির গায়ে লেগে থাকা সব জীবাণু, ব্যাকটেরিয়া, রাসায়নিক, মোম ও মাটির বিরুদ্ধে সমানভাবে কার্যকর। এছাড়া এটি শতভাগ হালাল উপাদান দিয়ে তৈরি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকার সেফলাইফ ভেজি ওয়াশে কোনো ক্ষতিকর প্রিজারভেটিভ নেই। এই ক্যাটাগরিতে এটি সাবান, ক্লোরিন ও অ্যালকোহলমুক্ত একটি পরিচ্ছন্নতা সমাধান।