সারা দেশের করোনা পরিস্থিতি একনজরে দেখার সুযোগ দিতে ম্যাপ তৈরি করেছে ‘প্রিয়’। ম্যাপটিতে লকডাউন এলাকার তালিকার পাশাপাশি করোনা সন্দেহে মৃত্যুর সংবাদ, স্থানীয় হাসপাতাল, কোয়ারেন্টিন ও আইসোলেশনের তথ্যসহ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানবতা কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়েছে। বিপদের সময় সাহায্য পেতে রয়েছে ‘সাহায্য চাই’ বাটন। চাইলে যেকোনো ব্যক্তি ‘পিন সাজেশন’ বাটনে ক্লিক করে নিজ এলাকার করোনাবিষয়ক বিভিন্ন তথ্য ম্যাপটিতে যুক্ত করতে পারবে। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে করোনাবিষয়ক বিস্তারিত তুলে ধরতেই এ উদ্যোগ। ম্যাপটি সম্পর্কে আরো জানতে এবং নিজের এলাকার তথ্য যুক্ত করতে ভিজিট করুন: corona.priyo.com
আয়োজকরা মনে করেন, এই ম্যাপের মাধ্যমে বিপদের সময় সাহায্যও চাওয়া যাবে। কারো কোনো সাহায্য প্রয়োজন হলে এ ম্যাপের ‘সাহায্য চাই’ বাটনটি চেপে তা চাওয়া যাবে। তাদের আশা প্লাটফর্মটি মানুষের মাঝে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতে সহায়তা করবে। এ ম্যাপের মাধ্যমে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিতকরণের ফলে তা বর্তমান করোনা দুর্যোগ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখতে পারবে।