করোনাভাইরাস রোধে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর এতে ঢাকা ছেড়েছেন প্রায় এক কোটি মোবাইল গ্রাহক।
ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছেন। এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ ও টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।’ এই বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকেন, ভয়াবহ আকার ধারণ করতে পারে।’
উল্লেখ্য, গত ২৩ মার্চ এক ঘোষণায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এরপরই ঢাকা থেকে যার যার গ্রামের বাড়িতে যাওয়া ঢল নামে।