রসায়নে নোবেল পেলেন যারা

সুইডিশ নোবেল কমিটি এ বছর রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ক্রিয়ো ইলেকট্রন মাইক্রোসকপি নিয়ে গবেষণার জন্য জ্যাকস দুবোশে, জোয়াকিম ফ্রাঙ্ক এবং রিচার্ড হেন্ডারসন এবার নোবেল পেয়েছেন। জ্যাকস দুবোশে হচ্ছেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজানের শিক্ষক।

আর জার্মানিতে জন্মগ্রহণ করা জোয়াকিম ফ্রাঙ্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ান। স্কটিশ রসায়নবিদ রিচার্ড হেন্ডারসন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমআরসিতে গবেষণা করছেন।

ক্রিয়ো ইলেকট্রন মাইক্রোসকপি গবেষণা জিকা ভাইরাস কিভাবে সদ্য জন্ম নেওয়া শিশুদের মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে সেটা বুঝতে সাহায্য করছে।

এবারের নোবেল পুরস্কারের লক্ষ্যণীয় দিক হচ্ছে চিকিৎসা, পদার্থ ও রসায়নে নোবেল বিজয়ী মোট নয়জনের মধ্যে কোনো নারী নেই।

এছাড়া পুরস্কার প্রাপ্তিতে যথারীতি মার্কিনীরাই এগিয়ে আছে। নয়জনের মধ্যে সাতজনই মার্কিন নাগরিক। তারা জন্মসূত্রে বা কর্মসূত্রে মার্কিন নাগরিক হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, ০৪ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top