এবার একাকীত্ব দূর করার জন্য আবিষ্কার হল ‘ভার্চুয়াল বয়ফ্রেন্ড’

চীনের নারীরা ম্যাসেজিং অ্যাপ উইচ্যাট ও তাওবাওয়ের মতো ই-কমার্স সাইটে খুঁজে নিচ্ছেন ভার্চুয়াল বয়ফ্রেন্ড। যারা গভীরভাবে কারো সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী নন, তাদের একাকীত্ব দূর করছেন ভার্চুয়াল বয়ফ্রেন্ডরা।

চীনের অনেক তরুণী এখন বিয়ে করে পরিবার গঠন করতে চান না। ক্যারিয়ারে বেশি মনোযোগ দিতে চান বলেই তারা এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন।ভার্চুয়াল বয়ফ্রেন্ড হিসেবে কাজ করা অনেক তরুণের মতে, তাদেরকে ফোন করা অধিকাংশ মেয়ের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

বেইজিংয়ের ২২ বছর বয়সী ব্যবসায়ী ঝুয়ানসুন জু রাতের বেলা অবসর সময়ে তার নারী ক্লায়েন্টদের সঙ্গে চ্যাট করেন। চ্যাট করার সময় তিনি তাদেরকে নিজের প্রেমিকা হিসেবেই দেখেন। চ্যাট শেষে তিনি তার প্রেমিকের সত্তা থেকে বেরিয়ে আসেন।

ইউনিভার্সিটি অব হংকংয়ের সোশিওলোজিস্ট স্যান্ডি টো জানিয়েছেন, ১৯৭৯ সাল থেকেই চীনে একের বেশি সন্তান নেওয়া যেত না। এর ফলে পরিবারের একমাত্র মেয়েদের বাবা-মা বড় করছেন ছেলের মতো করে। এ কারণে তারা স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী। তাই আগের মতো বিয়ে করা এখন আর বাধ্যতামূলক নয়।