দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে প্রথম ও তৃতীয় রিপিটার প্রতিস্থাপনের জন্য আগামী ২০শে এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত ১২ দিন ইন্টারনেটে ধীরগতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড।
এ সময়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে, এ সময় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরের সার্কিটগুলি চালু থাকবে।
এছাড়াও, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ২য় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইথের সংযোগ প্রদানের কাজ সম্পন্ন করায় আন্তর্জাতিক ভয়েস, ডাটা ও ইন্টারনেট সার্ভিসে উল্লেখযোগ্য কোনো সমস্যা হবে না।
এদিকে, রক্ষণাবেক্ষণ করার সময় গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানায়, রক্ষণাবেক্ষণ কাজ চলার সময় ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।