২০১৮ সালের আগস্ট মাসে ভারতের বাজারে টিভিএস রেডিয়ন মডেলটির আত্নপ্রকাশ ঘটে। গত সাত মাসে বাইকটি বিক্রি হয়েছে ১ লাখেরও বেশি। গতবুধবার টিভিএস জানিয়েছে, বাজারে আসার সাত মাসের মধ্যে শুধু ভারতের বাজারেই রেডিয়ন মডেলটি বিক্রি হয়েছে লাখ খানেক বাইক।
টিভিএস রেডিয়ন মডেলটি শক্তপোক্ত কমিউটির ঘরানার। এটি জ্বালানি সাশ্রয়ী বাইক। টিভিএস দাবি করছে বাইকটিতে এক লিটার জ্বালানিতে ৭০ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে।
বাইকটিতে সিবিএস বেকিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। ফলে বাইকটির চাকা স্পিড করার আশঙ্কা কম।
টিভিএস রেডিয়নে আছে ১০৯.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার থ্রি ভালব এয়ারকুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ৮.৩ বিএইচপি শক্তি এবং ৮.৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।