হবিগঞ্জে নৌকা ডুবির ঘটনায় আরও দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে বানিয়াচং উপজেলার রাধানগর ও শাহপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
তারা হলেন- লাখাইর ইসলাম উদ্দিনের স্ত্রী আলিমা বেগম (৩২)। তিনি শাহপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। অপরজন হবিগঞ্জ সদর উপজেলার বড়কান্দি গ্রামের জানু মিয়ার কন্যা অনামিকা (৭)।
এ নিয়ে উদ্ধারকৃত লাশের সংখ্যা হল ৬টি। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, রবিবার ভোরে এলাকাবাসী লাশ দুটি খোয়াই নদীতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পৌর ঘাটলা থেকে শতাধিক যাত্রী নিয়ে সুজাতপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় একটি ইঞ্জিনচালিত নৌকা। নৌকাটি খোয়াই নদীর লম্বাবাক পাথরছড়া এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতার কেটে নদীর পাড়ে উঠলেও বৃদ্ধ নারী ও শিশুরা পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে