ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার সীমান্তবর্তী বীরচন্দ্রপুর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
সুবর্ণা ওই গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান এবং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জালাল উদ্দিন বলেন, পাহাড়ি ঢলের পানিতে হাওড়া নদীর বাঁধ ভেঙে বীরচন্দ্রপুরসহ আশেপাশের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সুবর্ণা আক্তারের ঘরে পানি ঢুকে তিনি তলিয়ে গিয়েছিলেন। প্রতিবেশীরা উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লুৎফুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।