সিলেটে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিলেটে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায় - সংগৃহীত ছবি

সিলেটে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

দুর্ঘটনায় ৭জন হতাহত হওয়ার বিষয়টি সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক নিশ্চিত করেছেন, তবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেননি।

ফায়ার সার্ভিস সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঞা বলেন, স্থানীয়রা ৩জনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আর ফায়ার সার্ভিসের কর্মীরা একই হাসপাতালে দু’জনের মরদেহ পাঠান।

তিনি নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে বলেন, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও অটোরিকশাটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে দুই গাড়ির সব যাত্রীই হতাহত হন।