অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেটে

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক সিলেটে। বিস্তারিত নিচের ছবিতে

টানা দুই দিন সিলেট-তামাবিল মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখার পর এবার পুরো সিলেটে কর্মবিরতির ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এতে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

সিলেট-তামাবিল সড়কে নির্বিঘ্নে বাস চলাচল এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেফতারের দাবিতে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

সিলেট-তামাবিল সড়কে গত ৭ জুলাই বাসের চাপায় পিষ্ট হয়ে টমটমের (ব্যাটারিচালিত অটোরিকশা) পাঁচ যাত্রী নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি ও অদক্ষ চালকদের যানবাহন চলাচলে বিরত রাখার দাবিতে গত রোববার সিলেট-তামাবিল সড়কে বাস মিনিবাস চলাচল বন্ধের ঘোষণা দেয় সিলেটের জৈন্তাপুর ১৭ পরগনার সালিস সমন্বয় কমিটি। এর পাল্টা জবাবে ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন নেতারা।

গতকাল সোমবার সকাল থেকে যানবাহনের অভাবে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নগরীর ইসলামপুর, টিলাগড়, উপশহরসহ এই সড়কের বিভিন্ন মোড়ে রাস্তা দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। দিনভর জনভোগান্তি চললেও প্রশাসনের ছিল না কোনো উদ্যোগ।

গতকাল রাতে ফের বৈঠক করে বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগনা সালিস কমিটি। এতে সিদ্ধান্ত হয় ১৭ পরগনার কাছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ও বাস মালিক সমিতি প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সিলেট-তামাবিল, সিলেট-কানাইঘাট, সিলেট-গোয়াইনঘাট সড়কে বাস চলাচল করতে দেওয়া হবে না। মালিক সমিতি নিজেই গাড়ি বন্ধ করেছে, তাই ক্ষমা চাওয়ার পর পুনরায় বাস চালাতে চাইলে ১৭ পরগনার অনুমতি নিয়েই বাস চালাতে হবে। এছাড়া বাস ব্যতীত অন্য যানবাহন চলাচলে কেউ বাধা প্রদান করলে ১৭ পরগনার আপামর জনাতা তা প্রতিহত করবে বলেও ঘোষণা দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ জানান, সোমবার ১৭ পরগনার বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে সিলেট-তামাবিল সড়কে আমাদের কর্মবিরতি চলছে। কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়ায় বুধবার ভোর থেকে পুরো সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে।’

এর আগে সিলেট-তামাবিল মহাসড়কে বাসের অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাই ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি জানানো হয়। শনিবার জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন মহাসড়কে অবস্থান নিয়ে চলাচলকারী বাসের চালকদের লাইসেন্স পরীক্ষা করেন। এ সময় তারা লাইসেন্সবিহীন চালকদের গাড়ি আটকে দেন।

এ ঘটনার প্রতিবাদে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদকে গ্রেফতারের দাবিতে গত রোববার রাতে সিলেট-তামাবিল সড়কে ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার থেকে ধর্মঘট শুরু হয়। এতে দুই দিন ধরে দুর্ভোড়ে পড়েছেন এই সড়কের যাত্রীরা। দুই দিন ওই সড়কে ধর্মঘট পালনের পর এবার পুরো জেলায় পরিবহন চলাচল বন্ধের ডাক দেওয়া হয়েছে।

এ বিষয়ে গতকাল রাতে সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। ক্ষতিপূরণ ও অন্য বিষয়েও কথা হচ্ছে। তবে আজ মঙ্গলবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।