সিলেটে লন্ডন ফেরত ১৫২ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

করোনা পরিস্থিতির মধ্যে উত্তর-পূর্ব বাংলাদেশের প্রধান শহর সিলেটে আরও ১৫২ লন্ডন প্রবাসী দেশে ফিরেছেন। সরকারের ঘোষণা অনুযায়ী যুক্তরাজ্য ফেরত এই ১৫২ প্রবাসীকে পাঠানো হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টায় বিজি-২০২ বিমানের ফ্লাইটে করে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

এরপর সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে সরকারি নির্দেশনা মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধায়নে প্রবাসীদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য বাসযোগে বিমানবন্দর থেকে হোটেল পাঠানো হয়। ১৫২ জনের মধ্যে ১৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ও ৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, লন্ডন থেকে আসা যাত্রীদের মধ্যে হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন, হোটেল অনুরাগে ২০ জন, হোটেল নূরজাহানে ১০ জন, হোটেল হলিগেটে ৩১ জন, হোটেল হলি সাইডে ২০ জন, হোটেল লা রোজে ৭ জন, হোটেল লা ভিস্তায় ১১ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ৩ জন, রয়েল প্লামে ১০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়েছে।

Scroll to Top