শ্রীমঙ্গলে প্রাণ বাঁচাতে বিজিবি ক্যাম্পে হরিণ শাবক

অরবিন্দ দেব, (মেীলভীবাজার প্রতিনিধি): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন ছেড়ে লোকালয়ে চলে আসা একটি অপ্রাপ্ত বয়স্ক মায়া হরিন মানুষের তাড়া খেয়ে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টর সদর দপ্তরের তাড়ের বেষ্টনী ডিঙিয়ে ভিতরে ঢুকে পড়ে।

সোমবার সকালে ভানুগাছ সড়কের বিজিবি সেক্টরের সামনে এ ঘটনাটি ঘটে। মানুষের হাতে ধরা না পড়ে প্রাণ বাঁচাতে গিয়ে আহতও হয় মায়া হরিণটি।

বিষয়টি নজরে পড়লে বিজিবির সদস্যরা আহত হরিণটিকে সেখান থেকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃর্পক্ষের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, আমরা আহত হরিণটিকে সুস্থতার সবরকম উদ্যোগ নিয়েছি। এটি পুরুষ মায়া হরিণ ও প্রাপ্ত বয়স্ক নয়। পুরোপুরি সুস্থ্য হলে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Scroll to Top