দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও জনপ্রিয় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। দলেরই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই আসরের জন্য প্রস্তুত বাংলাদেশও।
খুব শিগগিরই দল ঘোষণা করবে বাংলাদেশ। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও তাই জানালেন। তবে টাইগার ক্যাপ্টেন জানালেন, ‘দল নির্বাচনে তার কোনো হাত নেই।’
মহান স্বাধীনতা দিবসে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ক্যাপ্টেন ম্যাশ।
মাশরাফি বলেন, ‘আমি এই নির্বাচনের পার্টে নেই অবশ্যই। আগেও ক্লিয়ার করেছি, এখনো করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন তারা পারফর্ম করে আসছে কি না, সেটি বিষয় না।’
বাংলাদেশ অধিনায়কের ভাবনায় এখন আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজ। তার ভাষ্যমতে, ‘আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি, সেটা। সুতরাং এখানের পারফরমেন্স আমি আগের-পরের কথা টেনে এনে বলছি যে, এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তাঁরাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গিয়েছে ওখানে যেয়ে আমরা ভালো করেছি।’
বাংলাদেশ দলের একজন ফিনিশারের অভাব। সেটি মাশরাফিও মানেন। অধিনায়ক বলেন, ‘আমার কাছে অনেক দিন থেকে একটা ব্যাপার মনে হয় যে, আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে।’
‘এটি আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে, আমরা খেলাটা শেষ করতে পারছি না। গত দুই-তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি।’