তামিমকে ‘ফোন’ দিয়েছিলেন আফ্রিদি

নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ দলের শীর্ষ ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে গতকাল টেলিফোনে যোগাযোগ করেন শহীদ আফ্রিদি। বাংলাদেশ দলের খোঁজখবর নেয়ার পর টুইটার বার্তায় শহীদ আফ্রিদি বলেন ‘ক্রাইস্টচার্চে ভয়াবহ শোকাবহ ঘটনা। আমি নিউজিল্যান্ডকে সবচেয়ে নিরাপদ, শান্তিপূর্ণ দেশ হিসেবে জানি। ওখানকার মানুষ খুবই বন্ধুসুলভ। তামিমের সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ দল ও কোচিং স্টাফরা সবাই নিরাপদে আছে জেনে স্বস্তি পাচ্ছি। এসব থামাতে বিশ্বকে একত্র হতে হবে! এভাবে ঘৃণা করা থামান! সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা।

আল্লাহ নিহতদের শান্তি দান করুন।’ একটু এদিক-ওদিক হলেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেট দল নিঃশেষ হয়ে যেত সন্ত্রাসীদের গুলিতে। গতকাল জুমার নামাজ আদায় করতে যে মসজিদে যাচ্ছিলেন তামিম-মুশফিকেরা, তারা পৌঁছানোর আগেই সন্ত্রাসী হামলায় প্রাণ যায় ৪০ জনের। হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়। সে তালিকায় রয়েছেন সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার। 

Scroll to Top