বায়ার্নকে বিদায় করে শেষ আটে লিভারপুল

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যানফিল্ডে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল লিভারপুল। তাতে ফিরতি লেগে বায়ার্নের মাঠে হারের শঙ্কা ছিল রেডসদের। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বায়ার্নের বিপক্ষে তাদের মাঠেই ৩-১ গোলের জয় তুলে কোয়ার্টার ফাইনলে পৌঁছে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।

দলের জয়ের দিনে লিভারপুলের জার্সিতে জোড়া গোল করেন সাদিও মানে। আর বাকি গোলটি করেন ভার্জিল ফন ডাইক।

\"\"

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৬ মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন মানে। তাতে এগিয়ে যায় রেডসরা। তবে ম্যাচের ৩৯ মিনিটে জোয়েল মাতিপের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বায়ার্ন। তাতেই ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

\"\"

বিরতি থেকে ফিরে এগিয়ে যেতে লড়াই চালায় দু’দল। তবে ম্যাচের ৬৯ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন ফন ডাইক (২-১)। এরপর ৮৪ মিনিটে হেডে গোল করে ব্যবধান আরো বাড়ান মানে (৩-১)।

ম্যাচের বাকি সময়ে আর গোল হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

\"\"

এর আগে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা দলগুলো হলো ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার, আয়াক্স, পোর্তো ও জুভেন্টাস। এছাড়াও লিওঁকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে বার্সেলোনা।

Scroll to Top